জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হাতে সাবেক ইউপি সদস্য খুন | Daily Chandni Bazar জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হাতে সাবেক ইউপি সদস্য খুন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১ ০৯:৪৩
জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হাতে সাবেক ইউপি সদস্য খুন
অনলাইন ডেস্ক

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হাতে সাবেক ইউপি সদস্য খুন

নেত্রকোনার বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে সাবেক ইউপি সদস্য মো. রুবেল মিয়াকে (৪০) হত্যা করেছে তারই চাচাতো ভাইরা। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৮টায় উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামে এ ঘটনা ঘটে।

রুবেল মিয়া একই ইউনিয়নের কৈলাটী গ্রামের সামছুদ্দিনের ছেলে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রুবেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই কাইয়ুম, কাদির ও শাহ্জাহানদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রুবেল মিয়া ইফতারের পর রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাজনের ঘরের পেছনে পৌঁছালে চাচাতো ভাইয়েরা তার পথরোধ করে।

এরপর চাচাতো ভাইয়েরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে রুবেলকে। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন