কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে জেলের মৃত্যু | Daily Chandni Bazar কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে জেলের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১ ০৯:৫৮
কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে জেলের মৃত্যু
অনলাইন ডেস্ক

কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে জেলের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে মমির উদ্দীন (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১২টার দিকে হাতিয়া ইউনিয়নের কুমরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মমির উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর শ্যামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১২টার দিকে মমির উদ্দীন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। হেঁটে ইউনিয়নের কুমরপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ঝড়ে রাস্তার পাশে থাকা ইউক্লিপটাস গাছ উপড়ে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন