মামুনুল হককে আদালতে তোলা হবে সোমবার | Daily Chandni Bazar মামুনুল হককে আদালতে তোলা হবে সোমবার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১ ১৯:২৪
মামুনুল হককে আদালতে তোলা হবে সোমবার
অনলাইন ডেস্ক

মামুনুল হককে আদালতে তোলা হবে সোমবার

গ্রেফতার হেফাজত নেতা মামুনুল হককে আগামীকাল সোমবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুণ অর রশিদ।

রোববার দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

গ্রেফতারের পর মামুনুল হককে প্রথমে পুলিশের তেজগাঁও বিভাগে নেওয়া হয়। সেখানে কিছু সময় রাখার পর তেজগাঁও থানায় নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে।

গ্রেফতারের পর তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুণ অর রশিদ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ২০২০ সালে মোহাম্মাদপুরে একটি ভাঙচুরের মামলায় মামুনুলকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে মতিঝিল, পল্টন ও নারায়ণগঞ্জে। পরে সেগুলো সমন্বয় করা হবে। আগামীকাল সোমবার মামুনুলকে আদালতে তোলা হবে।

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন