বগুড়ায় লক ডাউনের ৫ দিনে আক্রান্ত ৩৬২: বৃদ্ধার মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ায় লক ডাউনের ৫ দিনে আক্রান্ত ৩৬২: বৃদ্ধার মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১ ২০:০৪
বগুড়ায় লক ডাউনের ৫ দিনে আক্রান্ত ৩৬২: বৃদ্ধার মৃত্যু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় লক ডাউনের ৫ দিনে
আক্রান্ত ৩৬২: বৃদ্ধার মৃত্যু

বগুড়ায় করোনা ভাইরাসের সংক্রমন রোধে ঘোষিত লকডাউনের মধ্যে প্রথম পাঁচদিনে বগুড়ায় ৩৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। লকডাউনের মধ্যে বগুড়ায় মৃত্যুর সংবাদও পাওয়া যাচ্ছে। 

বগুড়ায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে গত ১৪ এপ্রিল থেকে লক ডাউন ঘোষণা করা হয়। ঘোষনার পর থেকে বগুড়ায় করোনা আক্রান্ত সংখ্যা থেমে থাকেনি। জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাব মতে গত ১৭ এপ্রিল এর হিসেবে নতুন করে করোনায় আক্রান্ত হন ৮৫জন, ১৬ এপ্রিল ৯২ জন, ১৫ এপ্রিল ৪৯ জন, ১৪ এপ্রিল ৩৮ জন। এর আগে ১৩ এপ্রিল আক্রান্ত হয়েছিল ৯৮ জন। সব মিলিয়ে ৩৬২ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে।
এদিকে, বগুড়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৫ জন। সুস্থ হয়েছে ১২ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হলো ১১ হাজার ৩৫০ জন। বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধা মারা গেছেন। 
রোববার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় (১৭এপ্রিল) ২১৯টি নমুনার ফলে আক্রান্ত হয় ৮৫ জন। এর মধ্যে বগুড়া সদরে ৮১ জন, আদমদিঘিতে ২জন, শাজাহানপুর ও সোনাতলা উপজেলার অপর দুইজন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) ২০৭ টি নমুনা পরীক্ষা করে ৮১জনের পজিটিভ হয়। আর টিএমএএস মেডিকেল হাসপাতালে ১২টি নমুনা পরীক্ষায় ৪ জন পজেটিভ হয়েছেন। এনিয়ে জেলায় মোট করোানা ভাইরাসে আক্রান্ত হলো ১১ হাজার ৩৫০ জন। সুস্থ হয়েছে ১০ হাজার ৬৪ জন। মোট মৃত্যু হয়েছে ২৭২ জনের। জেলায় মোট করোনায় চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ১৪ জন। 
এদিকে, বগুড়ার টিএমএসএস মেডিকেল হাসপাতালে মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, করোনা উপসর্গ নিয়ে বগুড়া শহরের জলেশ^রীতলার শেফালী বেগম (৮০) ১৪ এপ্রিল টিএমএসএস হাসপাতালে ভর্তি হন এবং পরীক্ষায় ১৬ এপ্রিল পজিটিভ হন। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ১৮ এপ্রিল রোববার দুপুরে মারা যান। 

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন