গোবিন্দগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রী’র সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রী’র সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১ ২০:১৯
গোবিন্দগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রী’র সংবাদ সম্মেলন
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রী’র সংবাদ সম্মেলন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারক স্বামীর নির্যাতনের বিরুদ্ধে স্ত্রী মামলা করায় স্বামী কর্তৃক মামলা তুলে নিতে হুমকি দেয়ায় স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী সুমাইয়া আক্তার সোমা।
সংবাদ সম্মেলনে জানা যায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চালিয়াগুপ গ্রামের সিরাজুদৌলার মেয়ে সুমাইয়া আক্তার সোমা এর সহিত গত ১ বছর পূর্বে প্রতারনার মাধ্যমে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট নারায়নপুর গ্রামের মমতাজ মাষ্টারের ছেলে আসাদুর রহমান শাকিলের বিবাহ হয়। বিবাহের পর থেকেই আসাদুর রহমান শাকিলসহ তার পরিবারের লোকজন সোমার উপর শারীরিক, মানসিক নির্যাতন চালিয়ে আসত। 
গত ১৮ এপ্রিল রবিবার বিকাল ৩ টায় সংবাদ সম্মেলনে সোমা তার বক্তব্যে বলেন, আসাদুর রহমান শাকিল একজন অর্থ ও নারী লোভী। সে আমার বিবাহের পূর্বে ও পরে একাধিক বিবাহ করেছেন। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে সোমা বেগম তার বাবার বাড়ীতে চলে যায়। পরে আবার বিভিন্ন প্রোলোভন দেখিয়ে আমাকে নিয়ে আসে। এর পর শুরু হয় আবারও নির্যাতন। অর্থের লোভে আবারও একটি বিবাহ করে। নিরুপায় হয়ে সোমা আদালতে মামলা করলে আসাদুর রহমান শাকিল ক্ষিপ্ত হয়ে মারপিট করাসহ হত্যা করার হুমকি দিয়ে বাড়ীতে আটকিয়ে রাখে। সোমা নিরুপায় হয়ে গত ১৭ এপ্রিল শনিবার দুপুরে আত্নরক্ষার জন্য ৯৯৯ নম্বরে ফোন দিলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোমাসহ শাকিলের পরিবারের ৩ সদস্যকে থানায় নিয়ে আসে। এর পর পুলিশ অসুস্থ্য সোমাকে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। এ বিষয়ে সোমা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধীত/২০০৩) এর (গ)/৩০ ধারায় শাকিলসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এই মামলার প্রেক্ষিতে প্রতারক শাকিল ও তার পরিবার ক্ষিপ্ত হয়ে সোমাসহ ৮ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মিথ্যা অভিযোগ করেছে। প্রশাসনের নিকট এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও নির্যাতনের ন্যায় বিচারের দাবী জানিয়ে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন স্ত্রী সোমা ।   

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন