বগুড়ায় বিধবাকে স্বামীর ভিটা ছাড়া করলো শ^শুড়ের লোকজন | Daily Chandni Bazar বগুড়ায় বিধবাকে স্বামীর ভিটা ছাড়া করলো শ^শুড়ের লোকজন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১ ২০:২১
বগুড়ায় বিধবাকে স্বামীর ভিটা ছাড়া করলো শ^শুড়ের লোকজন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বিধবাকে স্বামীর ভিটা 
ছাড়া করলো শ^শুড়ের লোকজন

বগুড়ায় এক বিধবা নারীকে সন্তানসহ স্বামীর ভিটা ছাড়া করে দিয়েছে শ^শুড় বাড়ির লোকজন। বিধবা ওই নারী এখন স্বামীর ভিটায় ভিড়তে লোকজন ধরেও কোনা কাজের কাজ হচ্ছে না। স্থানীয় মাতব্বররা উল্টো টাকা দাবী করেছে। 

এঘটনায় বিধবা ওই নারী রোববার সকালে বগুড়া প্রেসক্লাবে সংসবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে বিধবা নারী বগুড়া সদর উপজেলার ভবানীগঞ্জ দোবাড়িয়ার মৃত নুর আলমের স্ত্রী নিভা বেগম বলেন, গত ১৫ ফেব্রুয়ারি তার স্বামী মারা যায়। মারা যাওযার সময় দুই শিশু কন্যা রেখে যায়। এরপর নিভা বেগমের দেবররা ও শ^শুড় বাড়ির লোকজন কৌশলে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। এরপর থেকে নিভাকে শ^শুড় বাড়িতে ঠিকমত আসতে দেয়না। কৌশলে বধা দেয়। এছাড়া তার স্বামীর রেখে যাওয়া তিনটি মোটরসাইকেল বিক্রি করে দেয়, বন্ধকরাখা জমি ফেরত দিয়ে নগদ টাকা নেয়। এতে তার স্বামীর কয়েক লাখ টাকা তারা হাতিয়ে নেয়। বিষয়গুলো স্থানীয় দোবাড়িয়া গ্রামের ইউপি সদস্য এনামুল হক উকিলকে জানালেও সে কোন ফয়সালা হয়নি। এর মধ্যে কিছু মাতব্বর টাকা দাবী করে। দাবীকৃত টাকা দিলে বিধবা নারীকে ঘরে তুলে দেবে বলে জানিয়েছে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন