লোহাগাড়ায় আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১০ বাড়ি | Daily Chandni Bazar লোহাগাড়ায় আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১০ বাড়ি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১ ০৯:০৫
লোহাগাড়ায় আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১০ বাড়ি
অনলাইন ডেস্ক

লোহাগাড়ায় আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১০ বাড়ি

চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি বাড়ি। রোববার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার চুনতির ১ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন।

তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগাড়ার চুনতি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রেরণ করা হয়। কিন্তু এলাকাটি দুর্গম এবং রাস্তা ছোট হওয়ায় বড় গাড়িটি এক কিলোমিটার আগে আটকে যায়। ছোট গাড়িটি ঘটনাস্থলে গিয়ে সেচ মেশিনের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে ওই আশ্রয়ণ প্রকল্পের পাশাপাশি লাগানো ১০টি ছোট ছোট বাড়ি পুড়ে যায়।’

স্থানীয়রা জানান, একটি বাড়ির গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের পুকুরে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নেভাতে অনেক সময় লেগেছে। এতে ১০টি বসতঘরের প্রায় সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে আমার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা দিয়েছি এবং প্রাথমিকভাবে বসবাসের ব্যবস্থাও করে দিয়েছি।’

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন