সাঘাটায় বোরো ধানের বাম্পার ফলন | Daily Chandni Bazar সাঘাটায় বোরো ধানের বাম্পার ফলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১ ২২:৩১
সাঘাটায় বোরো ধানের বাম্পার ফলন
ভ্রাম্যমাণ প্রতিনিধি

সাঘাটায় বোরো ধানের
বাম্পার ফলন

আবহাওয়া অনুকুলে থাকায় তিন দফা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে, গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃষকরা নদী নালা যে যেখানেই একটু জায়গা পেয়েছেন, সেখানেই বোরো আবাদ করেছেন। নতুন জাত ব্রি-ধান ৮৮ চাষে বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকদের ব্রি-ধান ৮৮ চাষে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর বোরো ধানের ফলন খুব ভালো হয়েছে। সব মিলিয়ে উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।  যে পরিমাণ খরচ হয়েছে সে হিসেবে বাজারে দাম ভালো পেলে খরচ পুষিয়ে লাভের মুখ দেখবেন। এখন জমিতে ধান পাকা শুরু হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে পুরো দমে ধান কাটা-মাড়াই শুরু হবে। 

উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানানো হয়, নতুন এ জাতের ধান রোপন করে ভালো ফলন হয়েছে। এবারে  উপজেলায় ১৪ হাজার ১ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। লক্ষমাএা ধরা হয়েছিল ১৩ হাজার ৫শ‘৫৬ হেক্টর জমি। এছাড়াও উফশী জাতের ব্রি-২৮, ২৯, ৫৮, ৮৪ ও ৮১ জাতের ধান চাষেও ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোঃ সাদেকুজ্জামান বলেন, আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলন হবে আশা করছি।

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন