পাঁচবিবি বালুরঘাটে সংঘর্ষ যুবলীগ নেতাসহ আহত ৭ | Daily Chandni Bazar পাঁচবিবি বালুরঘাটে সংঘর্ষ যুবলীগ নেতাসহ আহত ৭ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১ ২৩:২৮
পাঁচবিবি বালুরঘাটে সংঘর্ষ যুবলীগ নেতাসহ আহত ৭
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

পাঁচবিবি বালুরঘাটে সংঘর্ষ যুবলীগ নেতাসহ আহত ৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বালুমহালে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস লিপু, বাগজানা ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক রাসেল, বাগজানা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক নিশিসহ আরো ৬/৭ জন গুরতর আহত হন। এঘটনায় সরকারি ইজারা প্রাপ্ত বালু ব্যবসায়ী আবু সাঈদ রনি  বাদি হয়ে মঙ্গলবার রাতে পাঁচবিবি থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।

থানায় এজাহার সূত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবৎ বাগজানা ইউপির কুটহারা ছোট যমুনা নদীর বালুঘাট সরকারি ভাবে রনি নামে স্থানীয় এক বালু ব্যাবসায়ী ইজারা নিয়ে বালু উত্তোলন করে আসছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রভাবশালী সাধন মহন্তের নেতৃত্বে আবু মুস্তারি (৩৪), সবুজ হোসেন (৩৫), শাকিল হোসেন (৩২) ও সাবির হোসেনসহ আরো ১৩/১৪ জন দেশীয় অস্ত্র নিয়ে রনির বালুঘাটে গিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বালুরঘাট বন্ধ করে দেয় এবং রনির বড় ভাইকে বেধরক মারপিট করে জখম করে। খবর পেয়ে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে তাদেরও মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রতিপক্ষ। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এঘটনায় থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে এবং এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন