![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১ ২১:০৫
গাবতলীতে কৃষকের
মাঝে ভর্তূকীতে ধান কাটার
মেশিন বিতরণ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে ৫০% ভর্তূকীতে এক কৃষকের মাঝে ধান কাটার মেশিন (হারভেষ্টার) বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলার কাগইল ইউনিয়নের তেলকুপি গ্রামের মৃত মিরাজ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মজিদ মন্ডলের মাঝে মেশিনটি বিতরণ করেন ইউএনও রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, এ্যাসিল্যান্ড সালমা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন