![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
দেশের ৬৪ টি জেলায় অভ্যন্তরস্ত ছোট নদী, খাল এবং জলাশয় পূণ: খনন প্রকল্প (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় গাইবান্ধার সাঘাটা উপজেলার সতীতলা নামক স্থানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি’র প্রচেষ্টায় ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমানের সার্বিক তত্তাবধানে ২শ’ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে মরা বাঙ্গালী নদী পূণ: খনন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
জানাগেছে, উপজেলার মানচিত্রের পশ্চিম সীমানা দিয়ে বাঙ্গালী নদী প্রবাহিত। সম্প্রতি নদীটি কচুয়া ও কামালেরপাড়া ইউনিয়ন এলাকায় বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ভাবে চর জেগে ওঠায় বাঙ্গালী নদীর পানি প্রবাহিত হতে বিঘ্ন সৃষ্টি হয়। ফলে উক্ত দুই ইউনিয়নের শত শত পরিবার ভাঙ্গনের কবলে পড়ে নিঃস্ব হয়ে যায়। পাশাপাশি বন্যা আসলেই অত্র এলাকার সম্পূর্ণ ফসল বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়। মরা বাঙ্গালী নদী খনন কাজটি সম্পন্ন হলে একদিকে যেমন নদীর পানি অনায়াসে যেতে পারবে অন্যদিকে অত্র এলাকার হাজার হাজার কৃষকের ফসল ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
সরেজমিনে গেলে পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী এটিএম রেজাউর রহমান জানান- এলাকার লোকজন কাজের বিঘ্ন না ঘটিয়ে খনন কাজে আমাদের সহযোগীতা করলে সুষ্ঠভাবেই কাজটি সম্পন্ন করতে পারব ইন্শাআল্লাহ।
ঠিকাদার প্রতিনিধি বাহাদুর খান জানান- আমাদের ঠিকাদার বেলাল হোসেন খনন কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল দিয়ে কাজটি শুরু করেছেন এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই খনন কাজ সম্পন্ন হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন