জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১ ২১:১৬
জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জয়পুরহাটে একটি বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২৩ এপ্রিল) সকালে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ঠাঠারিপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসি ও পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়রা ওই গ্রামের ওয়াজেদ আলীর ইউক্যালিপটাস গাছের বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। স্থানীয় রুকিন্দিপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আহসান কবির এ্যাপ্লব বলেন,‘মরদেহ’র গলায় কাঠের মালা পড়া আছে। এ থেকে মনে হচ্ছে নিহত ব্যক্তি সনাতন ধর্মাবলম্বীর।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুর রহমান বলেন,‘অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরনের কাপড় ও স্যান্ডেল স্বাভাবিক ছিল। পকেটে টাকাও ছিল। মরদেহ’র পাশে ১০০ এম.এল তিনটি মার্শাল নামের কীটনাশকের খালি বোতলও পাওয়া গেছে। তিনি বলেন,জামালগঞ্জ বাজারের আব্দুর রব নামের একজন কীটনাশক ব্যবসায়ী জানিয়েছেন গতকাল তার দোকান থেকে মৃত ব্যক্তি নিজেই মার্শাল নামের কীটনাশকের তিনটি বোতল কিনেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন