![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে এক নারীর মৃত্যু এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ২৮৪ জনের আর আক্রান্ত হলো প্রায় সাড়ে ১১ হাজার।
বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় (২২ এপ্রিল) করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ জন। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউররহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জেলার শাজাহানপুর উপজেলার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস (৩২)। মারা যাওয়ার আগে তার শ^াস কষ্ট ছিল।
শুক্রবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ার দুটি আরটি পিসিআর ল্যাবে ২২০ টি নমুনা পরীক্ষা করে ৩৪ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে বগুড়া সদরেই রয়েছেন ৩১ জন। নতুন করে সুস্থ হয়েছেন ৪৩জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে ২০১ টি নমুনায় ৩১ জনের পজিটিভ হয়। এছাড়া টিএমএসএস-এ ১৯ নমুনায় ৩ জনের পজিটিভ হয়।
এ পর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১১ হাজার ৬৩০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ২৭২ জন ও চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৪ জন। মোট মৃত্যু হয়েছে ২৮৪ জনের।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন