করোনায় নরেন্দ্র মোদির চাচির মৃত্যু | Daily Chandni Bazar করোনায় নরেন্দ্র মোদির চাচির মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১ ১৩:৪৫
করোনায় নরেন্দ্র মোদির চাচির মৃত্যু
অনলাইন ডেস্ক

করোনায় নরেন্দ্র মোদির চাচির মৃত্যু

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। প্রাণঘাতী এই ভাইরাসের তাণ্ডবে দেশটির বিপর্যস্ত অবস্থা। করোনা পরিস্থিতি সামাল দিয়ে গিয়ে একেবারে হিমশিম অবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এর মধ্যেই খারাপ খবর পেলেন।

করোনায় আক্রান্ত হয়ে মোদির চাচি নর্মদাবেন মোদির মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৮০ বছর। ১০ দিন আগে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানে তার করোনাভাইরাসের চিকিৎসা চলছিল।

প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্নাদ মোদি জানিয়েছেন, তাদের চাচিকে ১০ দিন আগে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনাভাইরাস সংক্রমণের জন্য তার অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়েছে। ফলে মোদি পরিবারে শোক নেমে এসেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রেকর্ড সংখ্যক মৃত্যু ও সংক্রমণের সাক্ষী হয়েছে ভারত। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে ৩ হাজার ২৯৩ জন করোনা রোগী। ভারতে করোনার ইতিহাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৮৭ জনে। আর নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে রেকর্ড ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জনের শরীরে। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭।

বুধবার (২৮ এপ্রিল) সকালে কেন্দ্রীয় সরকার প্রচারিত স্বাস্থ্য বুলেটিনের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে যথাক্রমে- মহারাষ্ট্রে ৬৬ হাজার ৩৫৮, উত্তর প্রদেশ ৩২ হাজার ৯২১ জন, কেরালা ৩২ হাজার ৮১৯, কর্নাটক ৩১ হাজার ৮৩০ এবং দিল্লিতে ২৪ হাজার ১৪৯ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় মোট সংক্রমণের ৫২ শতাংশই এই পাঁচটি রাজ্যে। আর সর্বোচ্চ ৮৯৫ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।