আসামে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প | Daily Chandni Bazar আসামে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১ ১৩:৫৪
আসামে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
অনলাইন ডেস্ক

আসামে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ভারতের উত্তরপূর্বাঞ্চলে বুধবার সকালে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামে। আসামসহ ভারতের উত্তরবঙ্গ ও উত্তরপূর্বাঞ্চলের অন্যান্য অংশে এবং বাংলাদেশেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভারতের জাতীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের তেজপুর।

তেজপুরের ৪৩ কিলোমিটার পশ্চিমে সকাল ৭টা ৫১ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এরপর দুটি আফটারশক অনুভূত হয়। একটি ৭টা ৫৫ মিনিটে এবং অপরটি কয়েক মিনিট পরে। শক্তিশালী এই ভূমিকম্পে আসামের কিছু ভবনে ফাঁটল দেখা দিয়েছে।

বৃহস্পতিবার ভারতের আসাম ও উত্তরবঙ্গের স্থানীয়রা সকাল ৮টার দিকে ভূমিকম্প হয়েছে বলে জানান। ভূমিকম্প নিয়ে যারা টুইটারে পোস্ট করেছেন তাদের মধ্যে আসামের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও রয়েছেন।

আসাম ও উত্তরবঙ্গের স্থানীয়রা জানান, অন্তত ৩০ সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে। এসময় ভবনগুলো বারবার কেঁপে উঠছিল।

সূত্র : ইন্ডিয়া টুডে