![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়া ধুনট উপজেলায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৭২০জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতি জন কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপর-ধুনট) আসনের এমপি আলহাজ¦ হাবিবর রহমান।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হকের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট পৌর মেয়র এজিএম বাদশহ্, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন