বীরগঞ্জে মটর শ্রমিকদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান | Daily Chandni Bazar বীরগঞ্জে মটর শ্রমিকদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১ ২০:৪৮
বীরগঞ্জে মটর শ্রমিকদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান
বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

বীরগঞ্জে মটর শ্রমিকদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিমহামারী করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনের মধ্যে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন শ্রমিকদের কথা বিবেচনা করে দিনাজপুরের বীরগঞ্জে মটর পরিবহন শ্রমিকের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৮ এপ্রিল বুধবার বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে  দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের বীরগঞ্জ স্ট্যান্ডের শ্রমিকদের মাঝে নিজস্ব অর্থায়নে সাহায্য প্রদান করেন দিনাজপুর জেলা মটর বাস মালিক গ্রুপের সদস্য ও বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের  সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা।  এসময় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু, প্রচার সম্পাদক হরিশ চন্দ্র মিঠু, বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম ,হিন্দু  বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিপঙ্কর রাহা বাপ্পি, দিনাজপুর জেলা মটর বাস পরিবহনের বীরগঞ্জ স্ট্যান্ড কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক মোঃ আহম্মদ আলী, যুগ্ম সম্পাদক মানিক চক্রবর্তী, সহ-সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,  পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রতন ঘোষ পিযূষ সহ স্থানীয় সাংবাদিকব্ন্দৃএবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন