মানবতার অনন্য নজির জননেতা মঞ্জুরুল আলম মোহন এর ‘সেবা’ | Daily Chandni Bazar মানবতার অনন্য নজির জননেতা মঞ্জুরুল আলম মোহন এর ‘সেবা’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১ ২২:৪৯
মানবতার অনন্য নজির জননেতা মঞ্জুরুল আলম মোহন এর ‘সেবা’
ষ্টাফ রিপোর্টার

মানবতার অনন্য নজির
জননেতা মঞ্জুরুল আলম মোহন এর ‘সেবা’

বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের মানিকচক এবং ১৮নং ওয়ার্ডের ফুলবাড়ী এলাকায় অসহায়, কর্মহীন ও সংকটাপন্ন পরিবারের মাঝে মানবিক সাহায্য সংগঠন ‘সেবা’র উদ্যোগে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করেন ‘সেবা’র উদ্যোক্তা ও বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম মোহন। বিতরণকৃত প্রতিটি ব্যাগে ছিল প্রয়োজনীয় ১৪টি খাদ্য উপকরণ। এ সময় তিনি বলেন, করোনাকালে শুরু থেকেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মানবিক সাহায্য সংগঠন ‘সেবা’র উদ্যোগে সর্বোচ্চ সাধ্যমতো অসহায়, কর্মহীন, সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যা এখনও চলমান রয়েছে। এ সময় তিনি জনসাধারণকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

খাদ্য সহায়তা বিতরণকালে আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আইয়ুব আলী, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুন, যুবলীগ নেতা, লতিফুল ইসরাত মুন্না, রবিউল ইসলাম লিটন, রেজাউল ইসলাম খোকন, রাজ মাহমুদ কাউছার, উজ্জ্বল হোসেন পাখি, কেএম নবি সজল, আদম শেখ, ছাত্রলীগ নেতা মিথিলেস, জনি, রিয়েল, তানজিম, রাকু, ইমরান, আবিদ, শিহাব,   মাহফুজার সহ প্রমুখ।