বগুড়ায় করোনায় আক্রান্ত ৩৩ | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় আক্রান্ত ৩৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১ ২২:৫৮
বগুড়ায় করোনায় আক্রান্ত ৩৩
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় আক্রান্ত ৩৩

বগুড়ায় করোনায় আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩ জন। এনিয়ে সর্বমোট আক্রান্ত হলো ১১ হাজার ৭৮৫ জন। নতুন সুস্থ হয়েছেন ৪৭জন। মোট মৃত্যু হয়েছে ২৯১ জনের। 

বুধবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় গত ২৪ ঘন্টায় (২৭ এপ্রিল) ২১৩টি নমুনা পরীক্ষা করে ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৩৩ জনের মধ্যে বগুড়া সদরের ৩০জন, সারিয়াকান্দির ২জন এবং একজন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে ২০২টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের দেহে করোনা পাওয়া যায়। এছাড়া টিএমএসএস হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষায় ২ জনের পজিটিভ হয়। করোনা ভাইরাসের প্রভাবের পর থেকে গত এক বছরের বেশি সময়ে জেলায় ২৯১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯৭০জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৫২৫ জন।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন