বিশ্বে করোনায় একদিনে আরও ১৫ হাজার প্রাণহানি | Daily Chandni Bazar বিশ্বে করোনায় একদিনে আরও ১৫ হাজার প্রাণহানি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১ ১০:২৩
বিশ্বে করোনায় একদিনে আরও ১৫ হাজার প্রাণহানি
অনলাইন ডেস্ক

বিশ্বে করোনায় একদিনে আরও ১৫ হাজার প্রাণহানি

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বেশ কয়েকটি দেশ। এদিকে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১৫ হাজার ১৪২ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯২ হাজার ৭৬৪ জনের।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ১১ লাখ ২১ হাজার ৯৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ৩১ লাখ ৭৯ হাজার ২৩৫ জন। আর এখন পর্যন্ত মোট ১২ কোটি ৮৫ লাখ ১৪ হাজার ৩৪৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জন। মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ২০৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৪১ হাজার ৫৭৪ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এর পরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জনের। আর মোট ২ লাখ ৮ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৬৫ জন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৪১৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৫২ হাজার ১১৮ জন।

এছাড়া করোনা শনাক্তের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম স্থানে রাশিয়া, ষষ্ঠ স্থানে তুরস্ক, সপ্তম স্থানে যুক্তরাজ্য, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশটিতে এখন পর্যন্ত ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৯৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন