হবিগঞ্জে শিশুর খণ্ডিত হাত-মাথার খুলি উদ্ধার | Daily Chandni Bazar হবিগঞ্জে শিশুর খণ্ডিত হাত-মাথার খুলি উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১ ১০:৩৯
হবিগঞ্জে শিশুর খণ্ডিত হাত-মাথার খুলি উদ্ধার
অনলাইন ডেস্ক

হবিগঞ্জে শিশুর খণ্ডিত হাত-মাথার খুলি উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে নোয়াহাটি এলাকায় এক শিশুর খণ্ডিত হাত ও মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির কাছে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশ থেকে এ শিশুর দেহাংশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার স্থানীয় এক নারী মাটির চুলা মেরামতের জন্য বাড়ির পাশের জমিতে মাটি নিতে যান। এসময় তিনি একটি শিশুর কাটা হাত দেখতে পান। বিষয়টি লোকজনকে ডেকে দেখালে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়।

খবর পেয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দ্রুবেশ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর দেহাংশ উদ্ধার করেন।

এসআই দ্রুবেশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা করা হবে। আমরা খোঁজ নিচ্ছি। সম্ভবত কোনো কবরস্থান থেকে কুকুর বা অন্য কোন প্রাণী এটা এনে এখানে ফেলে থাকতে পারে। শুক্রবার (৩০ এপ্রিল) উদ্ধারকৃত দেহাংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন