![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ায় পৌর ছাত্রলীগ এর উদ্যোগে বৃহস্পতিবার রাতে শহরের সাতমাথা, চেলোপাড়া, রেলস্টেশন, বিভিন্ন মার্কেটের নাইট গার্ড ও রিকশা চালকসহ অসহায় মানুষের মাঝে রাস্তায় ঘুরে ঘুরে সেহরির খাবার বিতরণ করা হয়েছে।
মানবিক এই কার্যক্রমের আয়োজন করেন পৌর ছাত্রলীগ নেতা সাব্বির ইসলাম এবং বগুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী শান্ত। বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মনি, বিকাশ, জাকারিয়া, টিটু ও যুব সংগঠক নিবির দাস।
করোনাকালীন সময়ের শুরু থেকে সম্মুখসারিতে থেকে কাজ করা ছাত্রনেতা মোহাম্মদ আলী শান্ত বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সারা বাংলাদেশে ছাত্রলীগের সেহরি ও ইফতার বিতরণের ধারাবাহিক কর্মসূচী চলছে। বাংলাদেশ ছাত্রলীগ শুধু করোনা সংকটেই নয় দেশের যে কোন দূর্যোগের মুহূর্তে সাধারণ মানুষের পাশে ছিলো এবং থাকবে। দেশের এই ক্রান্তিকালে তিনি সমাজের সকলকে মানবিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন