লালমনিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ মা-বাবা | Daily Chandni Bazar লালমনিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ মা-বাবা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মে, ২০২১ ১১:০২
লালমনিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ মা-বাবা
অনলাইন ডেস্ক

লালমনিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ মা-বাবা

লালমনিরহাটের কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লিংকন (৫) নামের এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন শিশুটির মা-বাবা। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

শিশু লিংখন কালিগঞ্জ উপজেলার ডাকবাংলোর কেয়ারটেকার সাইফুল ইসলামের (৩৫) ছেলে।

এর আগে বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার ডাকবাংলো ভবনের পাশের একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে বাবা সাইফুল ইসলাম, মা লায়লা বেগম (২৫) ও শিশু লিংখন আহত হন।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টায় সাহরির জন্য রান্না করছিলেন লায়লা বেগম। হঠাৎ করে বিস্ফোরণ হলে তারা তিনজন ছিটকে পড়ে যান। পরে তাদের চিৎকারে স্থানীয়রা তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাদের রংপুরে পাঠান।

রমেক হাসপাতালের বার্ন ইউনিট চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আগুনে শিশুটির শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান বলেন, শিশুসহ তার মা-বাবা দুজনের শরীর পুড়ে গেছে।

কালীগঞ্জ ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবু তাহের বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন