মানিকগঞ্জে ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু | Daily Chandni Bazar মানিকগঞ্জে ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মে, ২০২১ ১১:০৩
মানিকগঞ্জে ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু
অনলাইন ডেস্ক

মানিকগঞ্জে ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জের ঘিওরে ট্রাক উল্টে মজিবুর রহমান (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ঘিওর উপজেলার বালিয়াখোড়া-পেঁচারকান্দা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার নারাংগাইল গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

পুলিশ জানায়, পাথরবোঝাই ট্রাকটি স্থানীয় পেঁচারকান্দা বাজারের দিকে যাচ্ছিল। কিন্তু স্থানীয় কালিমন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ঘিওর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলটি গত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। কিছুদিন আগে এলজিইডি ওই স্থানসহ পাকা সড়ক মেরামত করেন। কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় সড়ক টেকসই হয়নি। রাস্তার নির্মাণ ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন ঘিওর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সাজ্জাকুর রহমান।

তিনি বলেন, প্রকল্পের নিয়ম অনুযায়ী কাজ হয়েছে।দুর্ঘটনার সঙ্গে রাস্তার কাজের কোনো সম্পর্ক নেই।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন