
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় জিয়াউর রহমান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ইমরান হোসেন জানান, আমার ভাই বায়তুল মোকাররম মার্কেটে আমিন জুয়েলার্সে চাকরি করতেন। সেখান থেকে রিকশা নিয়ে শনির আখড়ার বাসায় যাচ্ছিলেন। যাত্রাবাড়ী কাজলার পাড় এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন