![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র্য মুক্ত মডেল গ্রাম শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্পের আওতায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন রতিয়া গ্রামের ৫৪০টি হতদরিদ্র ও দরিদ্র পরিবারের মাঝে প্রায় ২,৭০০টি পেঁপে ও আম গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে আরডিএ, বগুড়ার পরিচালক (গবেষণা ও মূল্যায়ন) ড. শেখ মেহ্দী মোহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-পরিচালক শুভাগত বাগচী, মোঃ মাহফুজুর রহমান, রতিয়া গ্রামের সভাপতি মওলানা কছিরউদ্দিন স্মৃতি সমাজকল্যাণ সংস্থা ও পাঠাগারের সভাপতি মোঃ রেমাউল হক ভিক্টর, বিশিষ্ট সমাজসেবক, রতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিউল ইসলাম জীবন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন