আমরা চাই, ভারতে সব সময় গণতন্ত্রের বিজয় হোক : তথ্যমন্ত্রী | Daily Chandni Bazar আমরা চাই, ভারতে সব সময় গণতন্ত্রের বিজয় হোক : তথ্যমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ মে, ২০২১ ১৮:০০
আমরা চাই, ভারতে সব সময় গণতন্ত্রের বিজয় হোক : তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

আমরা চাই, ভারতে সব সময় গণতন্ত্রের বিজয় হোক : তথ্যমন্ত্রী

ভারতের যেকোনো নির্বাচন সম্পূর্ণ তাদের আভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২ মে) দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে একথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, 'বাংলাদেশের সঙ্গে ভারতের যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও পশ্চিমবঙ্গের সঙ্গে যে নৈকট্য, তা যেনো আরও গভীরে প্রোথিত হয় এবং আমাদের দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান হয়, সেটিই আমাদের প্রত্যাশা। আমরা চাই, ভারতে সব সময় গণতন্ত্রের বিজয় হোক।'

এ সময় হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে কথিত স্ত্রী ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, 'সোনারগাঁয়ের রিসোর্টে জনতার হাতে আটকের পর মামুনুল হক যাকে দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেন এবং এরপরেই নিজের স্ত্রীকে ফোনে জানান, সে আসলে শহিদুল সাহেবের স্ত্রী। সেই ঝর্ণাকে বিয়ে না করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ মেলামেশার অভিযোগে মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।'

'এখন জনগণের সামনে মামুনুল হকের আসল চেহারা দিবালোকের মতো স্পষ্ট। যে হেফাজত নেতারা বিয়ে ছাড়াই এই সম্পর্ককে বৈধ বলে ফতোয়া দেন, তারাও আইনের দৃষ্টিতে দুষ্কর্মের সহযোগী হিসেবে চিহ্নিত।'

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন