বিদ্যুৎ-পানি-গ্যাস বিল মওকুফ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন | Daily Chandni Bazar বিদ্যুৎ-পানি-গ্যাস বিল মওকুফ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ মে, ২০২১ ১৬:৪১
বিদ্যুৎ-পানি-গ্যাস বিল মওকুফ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
অনলাইন ডেস্ক

বিদ্যুৎ-পানি-গ্যাস বিল মওকুফ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

লকডাউনের কারণে রোজগার বন্ধ থাকায় সরকারের নির্বাহী আদেশে দুই মাসের জন্য বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন এক আইনজীবী।

সোমবার (৩ মে) জনস্বার্থে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এসএম জুলফিকার আলী জুনু। বিষয়টি জাগো নিউজকে তিনি নিজেই নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, ‘দেশে লকডাউন চলছে। মৃত্যু ও করোনা আক্রান্তের হার কিছুটা কমে এসেছে। দীর্ঘ লকডাউনে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের আয় রোজগার প্রায় শূন্যের কোটায় চলে এসেছে। এর মধ্যে চলছে পবিত্র রমজান মাস। সামনে ঈদ। পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে জীবন-জীবিকা নির্বাহে মানুষের হিমশিম খেতে হচ্ছে। আয় রোজগার না থাকায়, নির্দিষ্ট সময়ে বাসা ভাড়া দিতে না পারায়, সমাজের অনেক সম্মানিত পেশার শিক্ষিত লোকদের অপমানিত হতে হচ্ছে। লকডাউনে আয় রোজগার না থাকায়, দেশের অনেক মধ্যবিত্ত-নিম্নবিত্ত লোকজন যথাসময়ে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলের পরিশোধ করতে পারেনি। এতে করে তারা সংযোগ বিচ্ছিন্নের আশঙ্কায় রয়েছে।’

আবেদনে আরও বলা হয়ে, ‘প্রধানমন্ত্রী আপনার একটি নির্বাহী আদেশে দেশের মানুষ কিছুটা শান্তিতে থাকতে পারে। তাই করোনার মহামারি ও দীর্ঘ লকডাউনের বিষয় বিবেচনা করে জনস্বার্থ ও জনদুর্ভোগ বিবেচনায়, বেসরকারি পর্যায়ের দুই মাসের পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল মওকুফ করে দেয়ার নির্বাহী নির্দেশনা জারি করতে আপনার মহানুভবতা কামনা করছি।’

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন