
বগুড়ায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২০ জন এবং সুস্থ হয়েছে ৫১ জন। এনিয়ে সর্বমোট আক্রান্ত হলো ১১ হাজার ৮৮৭ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ২৯৫জনের।
রোববার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় গত ২৪ ঘন্টায় (২ মে) ১৯৫টি নমুনা পরীক্ষা করে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ১৯ জন এবং অপরজন জেলার আদমদিঘি উপজেলার বাসিন্দা।
তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে ১৮৩টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের দেহে করোনা পাওয়া যায়। এছাড়া টিএমএসএস হাসপাতালে ১২টি নমুনা পরীক্ষায় ১জনের পজিটিভ হয়। জেলায় এ পর্যন্ত মোট ২৯৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৭৯৫জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৯৮জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন