![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
গাজীপুরে রশিদ মিয়া (১৮) নামের এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) সকালে কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টান সূত্রাপুর জিএমএস ফ্যাক্টরির উল্টে পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রশিদ মিয়া নীলফামারী সদর উপজেলার বল্লমপাড় গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে। তিনি উপজেলার লতিফপুর এলাকায় একটি ভাড়াবাসায় থাকেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর জিএমএস ফ্যাক্টরির উল্টো পাশে রাস্তার পাশে স্থানীয়রা ওই চালকের মরদেহ দেখতে পায়।
পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ওই চালকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন