বগুড়ায় করোনায় এক নারীসহ ৩ জনের মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় এক নারীসহ ৩ জনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ মে, ২০২১ ১৯:৪৭
বগুড়ায় করোনায় এক নারীসহ ৩ জনের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় এক
নারীসহ ৩ জনের মৃত্যু

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীসহ ৩ জনের মৃত্যু এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৫ জন। এনিয়ে জেলায় সরকারি হিসেবে মোট মৃত্যু হলো ২৯৭ জনের। 

মঙ্গলবার দুপুরে ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় (৩ মে) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫৫ টি নমুনায় ১৩ জনের এবং টিএমএসএস এ ১০ নমুনায় ২ জনের পজিটিভ এসেছে। গত ২৪ ঘন্টায় ১৬৫টি নমুনার ফলাফলে ১৫ জন নতুন করোনায় আক্রান্ত হয়েছে। আর নতুন করে মারা গেছে আরো ৩জন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন, বগুড়া সদর উপজেলার নামুজা এলাকার জসিম উদ্দিন (৭৮), কাহালু উপজেলার হাসনা বানু (৭০) এবং সিরাজগঞ্জের রেজাউল হক (৭০)। এদের মধ্যে হাসনা বানু ও রেজাউল হক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং জসিম উদ্দিন টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 
মঙ্গলবার সকালে সর্বশেষ সরকারি ফলাফলে বগুড়ায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯০২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৮৫৩ জন। মৃত্যু ২৯৭ জন। 

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন