
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার (৬০) মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৬ মে) বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই বৃদ্ধাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেলের চালক মুক্তার হোসেন বলেন, রাস্তা পারাপারের সময় আমার মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেল চালক মুক্তার হোসেনকে আটক করা হয়েছে।.
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন