সংসদ ভবনে হামলার পরিকল্পনা, গ্রেফতার ২ | Daily Chandni Bazar সংসদ ভবনে হামলার পরিকল্পনা, গ্রেফতার ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৫:০৭
সংসদ ভবনে হামলার পরিকল্পনা, গ্রেফতার ২
অনলাইন ডেস্ক

সংসদ ভবনে হামলার পরিকল্পনা, গ্রেফতার ২

সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। একই সঙ্গে হামলায় প্ররোচনার অভিযোগে এক বক্তাকেও গ্রেফতার করা হয়।

বক্তার নাম আলী হাসান ওসামা। তাকে রাজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার আরেকজনের নাম এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে বুধবার সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনসার আল ইসলামের এই সদস্য কালো পতাকা ও তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত ছিল।

এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন