জয়পুরহাটে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিরতণ | Daily Chandni Bazar জয়পুরহাটে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিরতণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ মে, ২০২১ ২২:৫৪
জয়পুরহাটে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিরতণ
শাহাদাৎ হোসেন জয়পুরহাট

জয়পুরহাটে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিরতণ

”হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে” এ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে জেলা পরিষদের সহযোগীতায় শান্তিনগর গ্রাম থিয়েটার ও সহযোগী সংগঠনের কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে জনসচেতণতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সেমিনার, লিফলেট, অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিরতণ করছে জয়পুরহাট জেলা পরিষদ।

তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে শান্তিনগর থিয়েটারের কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

এসময় থিয়েটারের সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল। বিশেষ অতিথি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা, জেলা আওয়ামীলীগ নেতা কৃষিবিদ মোস্তাইন কবির তুহিন, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন থিয়েটারের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য প্রভাষক আমিনুর রহমান সুইট, নাফিজ আলতামিজ চৌধুরী উজ্জল, এড. মানিক হোসেন প্রমূখ।