![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ায় বৈদ্যুতিক গোলযোগের কারণে করোনা ভাইরাসের মুল পিসিআর ল্যাবের ফলাফল পাওয়া যায়নি। কবে আক্রান্ত সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা কমছিল।
শনিবার বগুড়া সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা ভাইরাস পরীক্ষার ল্যাবে শুক্রবার (৭ মে) বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়। সে কারণে নমুনা সংগ্রহ হলেও সেগুলো পরীক্ষা করা যায়নি। তবে নতুন করে সুস্থ হয়েছেন ৪৪ জন। এছাড়া টিএমএসএস হাসপাতালে ৭ জনের নমুনা পরীক্ষায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে কেউ মারা যায়নি।
বগুড়া জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলো ১১ হাজার ৯৫৮ জন। সুস্থ হয়েছে ১১ হাজার ৫৯ জন। মোট মৃত্যু হয়েছে ২৯৯ জনের। চিকিৎসাধীন রয়েছে ৬০১ জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন