রাজধানীতে কেমিক্যালে পাকানো আম জব্দ | Daily Chandni Bazar রাজধানীতে কেমিক্যালে পাকানো আম জব্দ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মে, ২০২১ ০৯:২৮
রাজধানীতে কেমিক্যালে পাকানো আম জব্দ
অনলাইন ডেস্ক

রাজধানীতে কেমিক্যালে পাকানো আম জব্দ

রাজধানীর সবচেয়ে বড় ফলের আড়ত বাদামতলীতে বিপুল পরিমাণ অপরিপক্ব আম জব্দ করে সেগুলো নষ্ট করে দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রোববার (৯ মে) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীনের নেতৃত্বে পুরান ঢাকার বাদামতলীর বিভিন্ন ফলের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে বিপুল পরিমাণ অপরিপক্ব আম বাজারজাত করা অবস্থায় পাওয়া যায়। এগুলো জব্দ করে তাৎক্ষণিকভাবে নষ্ট করে দেয়া হয়।

মোহাইমেনা শারমীন বলেন, অধিক লাভের আশায় এই ফলগুলো বাজারজাত করছে অসাধু ব্যবসায়ীরা। অপরিপক্ব ফলগুলোকে কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে।
অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার মো. আমিনুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আব্দুল খালেক এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন