
রাজধানীর মুগদা এলাকা থেকে অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে মুগদা বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- মো. সুমন (২২), মো. সাইদুল ইসলাম (৩২) ও মো. লিটন (২৯)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা হয়।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, গোপন সূত্রে জানা যায়, তিন দুষ্কৃতকারী মুগদা বিশ্বরোড এলাকায় বড় ধরনের অপরাধ সংঘটনের জন্য সমবেত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান করে সুমন, সাইদুল ও লিটনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাতি করার উদ্দেশ্য ওই স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলেন তারা। তাদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা হয়েছে। এছাড়া গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন