বগুড়ার কর্মহীন সাংস্কৃতিক কর্মীদের মুখে হাসি ফোটালো অনুশীলন’৯৫ | Daily Chandni Bazar বগুড়ার কর্মহীন সাংস্কৃতিক কর্মীদের মুখে হাসি ফোটালো অনুশীলন’৯৫ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ মে, ২০২১ ১৪:১৯
বগুড়ার কর্মহীন সাংস্কৃতিক কর্মীদের মুখে হাসি ফোটালো অনুশীলন’৯৫
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার কর্মহীন সাংস্কৃতিক কর্মীদের
মুখে হাসি ফোটালো অনুশীলন’৯৫

 

করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া বগুড়ার প্রায় ৭০ জন সাংস্কৃতিক কর্মীর ঘরে ঈদ উপহার পৌঁছে দিয়ে মুখে হাসি ফোটালো বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠি। মঙ্গলবার সকাল ১১টায় বগুড়া শহরের নবাববাড়ি সড়ক থেকে ঈদ সামগ্রীগুলো সাংস্কৃতিক কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়। কর্মহীন সাংস্কৃতিক কর্মীরা হঠাৎ করে ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন। 
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মনোয়ারুল ইসলামের নির্দেশনায় ও সাধারণ সম্পাদক লিপি প্রধানের সার্বিক তত্বাবধানে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। কর্মসূচির শুরু করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, বগুড়া ইয়ূথ কয়্যার সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সহ সভাপতি সাজ্জাদ আলী, সাধারণ সম্পাদক লিপি প্রধান, সহ সাধারণ সম্পাদক ওয়ারেছ ভুট্ট, সাবেক কাউন্সিলর টিপু সুলতান, ফরিদুজ্জামান, আতাউর রহমান, সঙ্গিত প্রশিক্ষক নজরুল ইসলাম, গীতিকার ও সংগঠনের সঙ্গিত শিল্পি পিংকু আহম্মেদ প্রমুখ।
বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মনোয়ারুল ইসলাম জানান,  করোনর সংকটকালে সকলের সহযোগিতা নিয়ে এমন কাজ করে যেতে চাই। সাংস্কৃতিক কর্মীদের জন্য অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সকল সদস্যবৃন্দ নিবেদিত হয়ে কাজ করতে সবসময় তৎপর হয়ে থাকবে। 

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন