ঈদের দিন সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা | Daily Chandni Bazar ঈদের দিন সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মে, ২০২১ ২১:০৪
ঈদের দিন সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা
অনলাইন ডেস্ক

ঈদের দিন সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি বৃহস্পতিবার জানিয়েছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে তেল কোম্পানি সৌদি আরামকো, নাজরান বিমানবন্দর ও নাজরানের বিভিন্ন জায়গাকে লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। খবর রয়টার্সের।

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা সৌদি আরবের দিকে নিক্ষেপ করা আটটি ড্রোন ও তিনটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার সৌদি আরবে ঈদ উদযাপন হচ্ছে। এদিনই এসব হামলার ঘটনা ঘটলো দেশটিতে।

হুথি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে নিয়মিতই ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। কয়েকদিন আগে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলা চালালে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সৌদি জোট জানিয়েছে, বৃহস্পতিবার ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপনাস্ত্র তারা নিষ্ক্রিয় করে দিতে সক্ষম হয়েছে। সৌদি আরামকো এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

২০১৫ সালে ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট ইয়েমেনে হামলা চালায়। হুথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনের সরকারি বাহিনীকে সহযোগিতা করছে তারা।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন