ভারতে করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড | Daily Chandni Bazar ভারতে করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মে, ২০২১ ১৭:০৭
ভারতে করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড
অনলাইন ডেস্ক

ভারতে করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৩ হাজার ৫৩৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো দেশটিতে দৈনিক ৩ লাখের নিচে করোনা রোগী শনাক্ত হলো। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। এটিই ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

মঙ্গলবার (১৮ মে) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সোমবার ২ লাখ ৮১ হাজার মানুষের শরীরে সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছিল দেশটির স্বাস্থ্য দফতর। শনাক্তের সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। ভারতে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬। এই মহামারিতে দেশটিতে মোট মারা গেছেন ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জন।

গত মার্চের মাঝামাঝি সময়ে ভারতে দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে ভয়াবহ হারে বাড়তে থাকে সংক্রমণ। গত ৩ এপ্রিল ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যায়।

গত ৩০ এপ্রিল ভারতে প্রথম এক দিনে চার লাখের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তারপরেও একাধিক দিন দেশটিতে চার লাখের বেশি রোগী শনাক্ত হয়।

৭ মে ভারতে প্রথম এক দিনে চার হাজারের বেশি মানুষের মৃত্যুর কথা জানা যায়।