![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
প্রকাশিত : ২৫ মে, ২০২১ ০২:০৭
বগুড়ার শ্রেষ্ট ওসি শহিদুল ইসলাম ও শ্রেষ্ট এসআই সাম্মাক হোসেন
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়া জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে শেরপুর থানার ওসি মো: শহিদুল ইসলাম ও শ্রেষ্ট এসআই হিসেবে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সাম্মাক হোসেন সম্মাননা স্মারক পেয়েছেন। এপ্রিল ২০২১ মাসে থানা এলাকায় চৌকস কার্য সম্পাদনের করায় তাদেরকে এই সম্মাননা দেয়া হয়। গতকাল সোমবার (২৪মে) জেলা পুলিশের মাসিক কল্যান সভায় তাদেরকে এই সম্মাননা স্মারক প্রদান করেন, বগুড়ার পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা।
![](/assets/kcfinder/upload/images/2021/2.jpg)