ইয়াসের প্রভাবে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস | Daily Chandni Bazar ইয়াসের প্রভাবে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ মে, ২০২১ ১২:২৪
ইয়াসের প্রভাবে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস
অনলাইন ডেস্ক

ইয়াসের প্রভাবে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস

ভারতে ঘূর্ণিঝড় ইয়াসের স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু এর বেশ আগে থেকেই পশ্চিমবঙ্গের দিঘায় ইয়াসের প্রভাব পড়তে শুরু করেছে। বুধবার সকালে দিঘার একাধিক এলাকায় জলমগ্ন অবস্থা তৈরি হয়েছে। পানি ঢুকতে শুরু করেছে মূল রাস্তায়। আতঙ্কে বাড়ি ছাড়ছেন সেখানকার অনেক বাসিন্দা।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই দিঘায় বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্রে ঢেউয়ের উচ্চতাও বেড়ে চলছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বেড়েছে। সেই সঙ্গে দিঘা ও নিউ দিঘায় গার্ডরেল ছাপিয়ে পানি ঢুকতে শুরু করে। এর ফলে বুধবার সকালেই জলমগ্ন হয়ে গেছে দিঘার মূল শহর। এমনকি জলমগ্ন দিঘা থানাও। দিঘার বাজার এলাকা ৫ থেকে ৬ ফুট পানিতে তলিয়ে গেছে।

অনেক আগে থেকেই দিঘায় উপকূল ভর্তি এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। কিন্তু শহরের বাসিন্দারা বাড়িতেই ছিলেন। তবে দিঘায় পানি ঢুকতে শুরু করায় অনেকেই আতঙ্কে বাড়ি ছেড়ে একটি শিবিরে আশ্রয় নিয়েছেন। পানি ঢুকেছে সৈকত শহরের অনেক হোটেলেও। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পানি ঢুকেছে মন্দার মণি, শঙ্কর পুর, তাজপুর এলাকায়। প্রচুর গ্রাম এখন পানির তলায়। বেশিরভাগ বাসিন্দারাই গ্রাম ছেড়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে।

এদিকে ভারতের ওড়িশায় ইতোমধ্যেই আঘাত হেনেছে ইয়াস। রাজ্যের বালেশ্বরের কাছে ধামরা উপকূলে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগে এটি আছড়ে পড়ছে। ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫৫ কিলোমিটার হতে পারে। আগামী ৩ ঘণ্টা ওড়িশাসহ ভারতের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালাবে।