![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হিসেবে রাজশাহী জেলা পুলিশে যোগদান করেছেন বগুড়া সদর সার্কেলের সাবেক কর্মকর্তা সনাতন চক্রবর্তী। বুধবার সকালে রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।
এসময় রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলায় স্বাগত জানায় । উল্লেখ্য, লালমনিরহাট জেলায় অতিরিক্ত পুলিশ সুপার ট্রেনিং ইন-সার্ভিস হিসেবে কর্মরত থাকাবস্থায় গত ১৭ই মে তার রাজশাহী জেলায় বদলীর আদেশ হয়। এর আগে জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত সনাতন চক্রবর্তী ৩ বছর ১০ মাস বগুড়া সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বগুড়াতে থাকাবস্থায় তিনি কঠোরভাবে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। একে একে গুড়িয়ে দিয়েছিলেন মাদকের সবগুলো চিহ্নিত স্পট, আইনের আওতার এনেছিলেন মাদকের সাথে যুক্ত সকল ছোট-বড় অপরাধীদের শুধু তাই নয় সদর সার্কেলে কর্মরত থাকলেও কর্মক্ষেত্র ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের অসংখ্য ক্লু-লেস হত্যা মামলার রহস্য উন্মোচন, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার, চাঁদাবাজদের উৎখাত, বিট পুলিশিং কার্যক্রমকে অগ্রগামী করা এবং সর্বোপরি ক্লিন বগুড়া গঠন করতে সক্ষম হয়েছিলেন এই কর্মকর্তা। বগুড়ায় যোগদানের পর ২০১৮ সালের কর্মকান্ডের উপর ভিত্তি করে ২০১৯ সালে তিনি অর্জন করেছিলেন আইজিপি পদক সেই সাথে নিজ কর্মদক্ষতায় জেলায় একাধিকবার নির্বাচিত হয়েছিলেন শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে। বাংলাদেশ পুলিশের গর্ব এবং সাধারণ মানুষের মণিকোঠায় থাকা এই কর্মকর্তা ২৮তম বিসিএস এর মাধ্যমে ২০১০ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে প্রথম যোগদান করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে। পরবর্তীতে ২০১২ সালে যোগদান করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকুরিটি ফোর্সে (এসএসএফ)। সহকারী পুলিশ পুলিশ সুপার পদে এসএসএফ এর নিরাপত্তা টিমের সদস্য হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে দেশের বিভিন্ন স্থানসহ নিরাপত্তা দিয়েছেন তার সাথে আমেরিকা, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, চায়না, সিঙ্গাপুর, মাল্টা ও তুর্কি সফরেও। শুধু তাই নয় ২০১৬ সালে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের সময়ও এসএসএফ এর নিরাপত্তা টিমের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন সনাতন চক্রবর্তী। পাবনা জেলার আতাইকুলা থানায় জন্ম নেয়া সনাতন চক্রবর্তী জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করা পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি চন্দন কুমার চক্রবর্তীর ছোট ছেলে। পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক, পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে অনার্স-মাস্টার্স শেষ করেছেন এই মানবিক পুলিশ কর্মকর্তা। রাজশাহীতে যোগদানের পর সনাতন চক্রবর্তীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভাগীয় জেলা হিসেবে রাজশাহীতে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার পুলিশিং কার্যক্রমে সর্বদা যারা শুভাকাঙ্খীর মতো পাশে আছেন তাদের ধন্যবাদ জানান। সেই সাথে ভবিষ্যতের কর্মজীবনে তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারেন সেইজন্যেও সকলের কাছে দোয়া কামনা করেছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন