ব্ল্যাক ফাঙ্গাসে পশ্চিমবঙ্গে আরও এক নারীর মৃত্যু, আক্রান্ত ২৩ | Daily Chandni Bazar ব্ল্যাক ফাঙ্গাসে পশ্চিমবঙ্গে আরও এক নারীর মৃত্যু, আক্রান্ত ২৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ মে, ২০২১ ১১:১৮
ব্ল্যাক ফাঙ্গাসে পশ্চিমবঙ্গে আরও এক নারীর মৃত্যু, আক্রান্ত ২৩
অনলাইন ডেস্ক

ব্ল্যাক ফাঙ্গাসে পশ্চিমবঙ্গে আরও এক নারীর মৃত্যু, আক্রান্ত ২৩

ভারতের পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে জামনাতোরা বিবি (৮৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মে) সন্ধ্যায় রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত বৃদ্ধা রামপুরহাট শহরের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে এনিয়ে দুইজন নারীর মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে ছত্রাক সংক্রমিত এ ভাইরাসে আক্রান্ত হয়ে শম্পা চক্রবর্তী (৩২) নামে এক নারী কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান। এ পর্যন্ত রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ২৩ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জামনাতোরা বিবি কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের কিছু লক্ষণ দেখে চিকিৎসকরা পরীক্ষা করেন। এতে তার দেহে ছত্রাক সংক্রমিত ব্ল্যাক ফাঙ্গাসের জীবাণুর উপস্থিতি পান।

মৃত ওই নারী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর প্রথমে তার চোখে কিছু সমস্যা দেখা দেয়। এতে তার দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয়। এছাড়া চোখে কালো ছোপ ছোপ দাগ পড়ে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। তবে চিকিৎসকদের শতচেষ্টায়ও তাকে বাঁচানো যায়নি।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন