শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে শাজাহানপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল | Daily Chandni Bazar শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে শাজাহানপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ মে, ২০২১ ২১:৪৯
শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে শাজাহানপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে শাজাহানপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি। উপজেলা সদরের মাঝিড়াস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সকাল ৭ টায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অধ:নমিত করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকসহ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে । দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে। বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক বজলুর রহমান নিলু’র পরিচালনায় দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক শাহীন, হারেজ উদ্দিন, আনোয়ার মাস্টার, রেজাউল করিম তালুকদার, মোকছেদ আলী, মোহসীন মাস্টার, মোশারফ হোসেন, শাহিনুর রহমান শাহিন, নাসির উদ্দিন, বিএনপি নেতা সাইফুল ইসলাম, মোজাফফর চেয়ারম্যান, আব্দুস সাত্তার তালুকদার, আব্দুল হামিদ, নুরুল আজাদ, আব্দুল হাই সিদ্দিকী রনি, সাজেদুর রহমান সাজু, আব্দুল মান্নান, মোহসীন আলী, দেলোয়ার হোসেন, বাদশা মিয়া, রফিকুল ইসলাম, আব্দুল মতিন, বাসার, মনোয়ার হোসেন, আরমান হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজাদুল ইসলাম, সদস্য সচিব হাসান আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, শ্রমিকদল নেতা বাবলু মন্ডল যুবদল নেতা সাজ্জাদুর রহমান সাজু, ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন, মামুন, শাহাদত, জিহাদ, সৈকত, পায়েল প্রমুখ । 

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন