ধুনটে মাংস ব্যবসায়ীর টাকা ছিনতাই | Daily Chandni Bazar ধুনটে মাংস ব্যবসায়ীর টাকা ছিনতাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ মে, ২০২১ ২১:৫৫
ধুনটে মাংস ব্যবসায়ীর টাকা ছিনতাই
ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে মাংস ব্যবসায়ীর টাকা ছিনতাই

বগুড়ার ধুনটে সোহরাব আলী (৫২) নামে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে ওই ব্যবসায়ী বাদী হয়ে তিন মাদক সেবীর নাম উল্লেখ করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাগেছে, উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামের মৃত আব্দুস সামাদ শেখের ছেলে সোহরাব আলী পেশায় একজন মাংস ব্যবসায়ী। গত ২৭ মে মথুরাপুর বাজারে মাংস বিক্রি শেষে রাত ৮টার দিকে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে গোয়ালভাগ ব্রিজের কাছে পৌছালে দূর্বৃত্তরা তাকে অটোরিকসা থেকে নামিয়ে অন্যত্র নিয়ে গিয়ে বেদম মারপিট করতে থাকে। এসময় দূর্বৃত্তরা ব্যবসায়ীর কাছে থাকা মাংস বিক্রির ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
এঘটনায় রবিবার বিকেলে মাংস ব্যবসায়ী সোহরাব আলী বাদী হয়ে মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের মকবুলের ছেলে মাদকসেবী হারুন (৪০), শাহ্ আলীর ছেলে মমিন (৩৫), মৃত মহির উদ্দিনের ছেলে হিটলারের (৩২) নাম উল্লেখ করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ব্যবসায়ীর অভিযোগটি আমলে নিয়ে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন