![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
নওগাঁর মান্দায় করোনাকালিন পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক ধাত্রী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জাইকার অর্থায়ন, উপজেলা পরিষদের আয়োজন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবায়নে রোববার বেলা ১২টার দিকে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মজিবুর রহমান প্রমুখ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন জানান, করোনাকালিন পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ধাত্রী প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ ছাড়াই যেসকল নারী নরমাল ডেলিভারী করাতে পারেন তাদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে করে তারা নিজ নিজ এলাকায় নরমাল ডেলিভারী করাতে পারেন।
তিনি আরও বলেন, দুই ব্যাচে উপজেলার ১৪ ইউনিয়নের ২৮ জন নারী এ প্রশিক্ষণে অংশ নেবেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন