করোনাকালীন সময়ে শারিরিক ও মানসিক সুস্থতায় ক্রীড়াঙ্গণের ভূমিকা অপরিসীম - ডিআইজি বাতেন | Daily Chandni Bazar করোনাকালীন সময়ে শারিরিক ও মানসিক সুস্থতায় ক্রীড়াঙ্গণের ভূমিকা অপরিসীম - ডিআইজি বাতেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ জুন, ২০২১ ২১:৪৬
করোনাকালীন সময়ে শারিরিক ও মানসিক সুস্থতায় ক্রীড়াঙ্গণের ভূমিকা অপরিসীম - ডিআইজি বাতেন
বগুড়ায় পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সঞ্জু রায় স্টাফ রিপোর্টার:

করোনাকালীন সময়ে শারিরিক ও মানসিক সুস্থতায়
ক্রীড়াঙ্গণের ভূমিকা অপরিসীম - ডিআইজি বাতেন

বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম, পিপিএম বলেছেন, করোনাকালীন সময়ে শারিরিক ও মানসিক সুস্থতায় ক্রীড়াঙ্গণের ভূমিকা অপরিসীম। খেলাধুলার মাধ্যমে কর্মউদ্দীপনা এবং সতেজ হওয়া যায়। শুধু জেলা পর্যায়ে নয় নিজেদের ভাল খেলার ধারাবাহিকতা বজায় রেখে তিনি পুলিশ সদস্যদের মাঝে যারা বিভিন্ন ক্রীড়ার সাথে যুক্ত তাদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যেও উৎসাহ প্রদান করেন। 

বগুড়া জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে টুর্ণামেন্টে বিজয়ী দল হিসেবে প্রধান অতিথির নিকট হতে পুরস্কার গ্রহণ করেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ফয়সাল মাহমুদের নেতৃত্বাধীন দল রাজারবাগ ৭১ এবং রানার্স আপ দল হিসেবে পুরস্কার গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানের নেতৃত্বাধীন স্বাধীন বাংলা ক্রিকেট টিমের খেলোয়াররা। এছাড়াও ম্যান অব দ্য টুর্ণামেন্ট হিসেবে কন্সটেবল ইবনে নোমান এবং ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করেন কন্সটেবল সুজন।   
সদর থানার এসআই সোহেল রানার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), গাজিউর রহমান, ফয়সাল মাহমুদ (সদর সার্কেল), হেলেনা আক্তার (সদর), জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা, জেলা গোয়েন্দা শাখার ওসি আব্দুর রাজ্জাক, ইন্সপেক্টর অর্পণ কুমার দাস প্রমুখ। উল্লেখ্য, করোনাকালীন সময়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরো উদ্যোমী ও  সতেজ করে তুলতে এই বছর গত ১৯শে মে থেকে পুলিশ সদস্যদের ৭টি দল যথাক্রমে দেশবন্ধু ক্রিকেট টিম, মুক্ত বাংলা ক্রিকেট টিম, লাল সবুজ ক্রিকেট টিম, ধ্রুবতারা ক্রিকেট টিম, রুপকথা ক্রিকেট টিম, রাজারবাগ ৭১ ক্রিকেট টিম এবং স্বাধীন বাংলা ক্রিকেট টিমের খেলোয়ারদের অংশগ্রহণে উক্ত টুর্ণামেন্টটি শুরু হয়েছিল যা মঙ্গলবার পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে সমাপ্ত হলো।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন