![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ায় মাদক বিরোধী অভিযানে সোমবার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের জাহাঙ্গীরাবাদ ফুলতলা এলাকা থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ ২জন নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আব্দুর রাজ্জাক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট পাঁচবিবি উপজেলার উছনা পশ্চিমপাড়া গ্রামের মৃত: রফিক মণ্ডলের ময়ে নাছিমা বেগম (৪১) ও একই উপজেলার নগরগাছি পূর্বপাড়া গ্রামের রহমান মাছুয়ার মেয়ে রেহেনা বেগম (৩০)। ডিবির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতার ২ নারীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন