শেরপুরে ছাত্রলীগ নেতা সহ ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত | Daily Chandni Bazar শেরপুরে ছাত্রলীগ নেতা সহ ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জুন, ২০২১ ০১:১৩
শেরপুরে ছাত্রলীগ নেতা সহ ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে ছাত্রলীগ নেতা সহ ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত

বগুড়ার শেরপুর উপজেলায় দীর্ঘদিনের অমীমাংসিত এক ঘটনার জেরে শেরপুর পৌর ছাত্রলীগের সা: সম্পাদক সহ ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। পৌর শহরের মুনইরাফি মার্কেটে অবস্থিত যমুনা ইলেকট্রিকের মানিক শেখ, কর্মচারী ফেরদৌস জামান বাবু, মো: রনি ও শেরপুর পৌর ছাত্রলীগের সা: সম্পাদক সুমন উক্ত ঘটনায় রক্তাক্ত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি সোমবার (৩১মে) দুপুর তিনটায় পৌর শহরের মুনইরাফি মার্কেটের সামনে ঘটে। ওইদিন রাতেই মানিক শেখ বাদি হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিভিন্ন সুত্র থেকে জানা যায়, দীর্ঘদিনের অমীমাংসিত এক ঘটনা নিয়ে এর আগেও দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ সুত্র বলছে, এরই সুত্র ধরে সোমবার মুনইরাফি মার্কেটের সামনে মানিকের পরিচিত ছোটভাই হাসানকে মারধোর করছিলো বনি পোদ্দার। মারধোরে বাঁধা দেয়ায় মানিকের উপর চরাও হয় বনি পোদ্দার এবং কিছুক্ষণের মধ্যে ওই স্থান ত্যাগ করে। পরবর্তীতে আবারো দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দ্বিতীয় দফায় যমুনা ইলেকট্রিকে এসে ভাংচুর ও উপরোক্ত ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাবু ও ছাত্রলীগ নেতা সৌরভ আহম্মেদ সুমন। অভিযোগে, মো: বণি পোদ্দার, মো: হৃদয়, মো: রামিম, মো: খালেদ, মো: রুশো, মো: রাব্বি ও মো: রিপনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে থানায় অভিযোগ করা হয়েছে এবং প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধনের কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা শেরপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্য এসআই. সাম্মাক হোসেন জানান, অভিযুক্তদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্ঠা চলছে।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন